99-1 : পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে, ![]() |
99-2 : এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে, ![]() |
99-3 : এবং মানুষ বলিবে, ‘ইহার কী হইল?’ ![]() |
99-4 : সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে, ![]() |
99-5 : কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন, ![]() |
99-6 : সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখান যায়, ![]() |
99-7 : কেহ অণু পরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে ![]() |
99-8 : এবং কেহ অণু পরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে। ![]() |