102-1 : প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে ![]() |
102-2 : যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। ![]() |
102-3 : ইহা সংগত নয়, তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে; ![]() |
102-4 : আবার বলি, ইহা সংগত নয়, তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে। ![]() |
102-5 : সাবধান ! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হইতে না। ![]() |
102-6 : তোমরা তো জাহান্নাম দেখিবেই ; ![]() |
102-7 : আবার বলি, তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে, ![]() |
102-8 : ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে। ![]() |