105-1 : তুমি কি দেখ নাই, তোমার প্রতিপালক হস্তী - অধিপতিদের প্রতি কী করিয়াছিলেন? ![]() |
105-2 : তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই? ![]() |
105-3 : উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন, ![]() |
105-4 : যাহারা উহাদের উপর প্রস্তর - কংকর নিক্ষেপ করে। ![]() |
105-5 : অতঃপর তিনি উহাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করেন। ![]() |