মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪০, রুকু সংখ্যা: ০২এই সূরার আলোচ্যসূচি
|
75-1 : আমি শপথ করছি কিয়ামত কালের। ![]() |
75-2 : আমি আরো শপথ করছি তিরস্কারকারী নফসের। ![]() |
75-3 : মানুষ কি ধারণা করে নিয়েছে যে, আমরা তার হাড়গোড় জমা (পুনর্গঠিত) করবোনা? ![]() |
75-4 : হ্যাঁ, আমরা তার আংগুলের জোড়াগুলোও পুনর্গঠন করতে সক্ষম। ![]() |
75-5 : বরং মানুষ তার সামনের দিনগুলোতেও পাপাচারে লিপ্ত থাকতে চায়। ![]() |
75-6 : সে প্রশ্ন করে, কখন আসবে কিয়ামতকাল? ![]() |
75-7 : (হাঁ) তখনই আসবে, যখন মানুষের চোখ স্থির হয়ে যাবে, ![]() |
75-8 : চাঁদ হয়ে পড়বে জ্যোতিহীন, ![]() |
75-9 : এবং যখন জমা (একত্রিত) করে দেয়া হবে সূর্য ও চাঁদকে। ![]() |
75-10 : তখন মানুষ বলবে: পালাবার জায়গা কোথায়? ![]() |
75-11 : না, কখনো নয়, পালাবার কোনো জায়গা হবেনা। ![]() |
75-12 : সেদিন তো কেবল তোমার প্রভুর কাছেই হবে ঠিকানা। ![]() |
75-13 : সেদিন মানুষকে জানানো হবে, সে কী আগে পাঠিয়েছে, আর কী রেখে এসেছে পেছনে। ![]() |
75-14 : বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে অবহিত। ![]() |
75-15 : যদিও সে পেশ করে থাকে নানা রকম ওজর। ![]() |
75-16 : তুমি বারবার জিহ্বা নাড়বেনা তাড়াহুড়া করে অহি আয়ত্ত্ব করার জন্যে। ![]() |
75-17 : এর সংরক্ষণ করা ও পড়িয়ে দেয়ার দায়িত্ব আমাদের। ![]() |
75-18 : সুতরাং আমরা যখন তা (কুরআন) পাঠ করি, তুমি তখন সেই পাঠের অনুসরণ করো। ![]() |
75-19 : তারপর তার বিশদ ব্যাখ্যা করে দেয়ার দায়িত্বও আমাদের। ![]() |
75-20 : কখনো নয়, বরং তোমরা দ্রুত পেতে (অর্থাৎ দুনিয়ার জীবনকে) পছন্দ করো। ![]() |
75-21 : এবং তোমরা উপেক্ষা করছো আখিরাতকে। ![]() |
75-22 : সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল, ![]() |
75-23 : তারা তাকিয়ে থাকবে তাদের প্রভুর দিকে। ![]() |
75-24 : আর কিছু চেহারা হবে মলিন, ![]() |
75-25 : তারা আশংকা করবে তাদের সাথে ধ্বংসকর আচরণের। ![]() |
75-26 : কখনো নয়, যখন প্রাণ হবে কন্ঠাগত, ![]() |
75-27 : এবং বলা হবে, ‘কে রক্ষা করবে তাকে?’ ![]() |
75-28 : তখন সে বিশ্বাস করবে, তার বিদায়ের সময় উপস্থিত ![]() |
75-29 : তখন পায়ের সাথে পা জড়িয়ে যাবে। ![]() |
75-30 : সেদিন সব কিছু নিয়ে যাওয়া হবে তোমার প্রভুর কাছে। ![]() |
75-31 : সে সত্য বলে মেনে নেয়নি এবং সালাতও আদায় করেনি। ![]() |
75-32 : বরং সে সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। ![]() |
75-33 : তারপর সে ফিরে গেছে পরিবার পরিজনের কাছে দম্ভভরে। ![]() |
75-34 : (হে অবিশ্বাসী!) দুর্ভোগ তোর, দুর্ভোগ, ![]() |
75-35 : আবারো দুর্ভোগ তোর, দুর্ভোগ, ![]() |
75-36 : মানুষ কি ধরে নিয়েছে যে, তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে? ![]() |
75-37 : সে কি একটি নিক্ষিপ্ত নোতফা (শুক্রবিন্দু) ছিলনা? ![]() |
75-38 : তারপর সে পরিণত হয় আলাকায় (একটি আটকানো জিনিসে)। তারপর তিনি তাকে দান করেছেন আকৃতি এবং করেছেন সুগঠিত। ![]() |
75-39 : তারপর তিনি তার থেকে সৃষ্টি করেছেন জোড়া - পুরুষ ও নারী। ![]() |
75-40 : তারপরও কি সেই মহান স্রষ্টা মৃতকে জীবিত করতে সক্ষম নন? ![]() |