মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৬, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
|
114-1 : (হে নবী!) বলো : আমি আশ্রয় চাই মানবজাতির প্রভুর কাছে ![]() |
114-2 : মানবজাতির সম্রাটের কাছে, ![]() |
114-3 : মানবজাতির ত্রাণকর্তার কাছে, ![]() |
114-4 : কুমন্ত্রণাদাতা খান্নাসের অনিষ্ট থেকে, ![]() |
114-5 : (সেই খান্নাস থেকে) যে কুমন্ত্রণা দেয় মানুষের মনে, ![]() |
114-6 : সে জিন হোক আর মানুষ। ![]() |