Skip to main content
bismillah

أَلْهَىٰكُمُ
তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে
ٱلتَّكَاثُرُ
প্রাচুর্যের প্রতিযোগিতা

অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।

ব্যাখ্যা

حَتَّىٰ
যতক্ষণ না
زُرْتُمُ
তোমরা উপস্থিত হও
ٱلْمَقَابِرَ
কবরসমূহে

এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।

ব্যাখ্যা

كَلَّا
এটা সঙ্গত নয়
سَوْفَ
শীঘ্রই
تَعْلَمُونَ
তোমরা জানবে

(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,

ব্যাখ্যা

ثُمَّ
আবার বলি
كَلَّا
এটা সঙ্গত নয়
سَوْفَ
শীঘ্রই
تَعْلَمُونَ
তোমরা জানবে

আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।

ব্যাখ্যা

كَلَّا
সাবধান!
لَوْ
যদি
تَعْلَمُونَ
তোমরা জানতে
عِلْمَ
জ্ঞানে
ٱلْيَقِينِ
নিশ্চিত

কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)

ব্যাখ্যা

لَتَرَوُنَّ
অবশ্যই তোমরা দেখবে
ٱلْجَحِيمَ
দোযখ

তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,

ব্যাখ্যা

ثُمَّ
আবার (শুনো)
لَتَرَوُنَّهَا
অবশ্যই তা তোমরা দেখবে
عَيْنَ
চোখে
ٱلْيَقِينِ
প্রত্যয়

আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,

ব্যাখ্যা

ثُمَّ
পরে
لَتُسْـَٔلُنَّ
অবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবেই
يَوْمَئِذٍ
সেদিন
عَنِ
সম্পর্কে
ٱلنَّعِيمِ
নিয়ামতসমূহ

তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
তাকাসূর
القرآن الكريم:التكاثر
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):At-Takasur
সূরা না:১০২
আয়াত:
মোট শব্দ:২৮
মোট অক্ষর:১২০
রুকু সংখ্যা:
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:১৬
শ্লোক থেকে শুরু:৬১৬৮