إِۦلَٰفِهِمْ
আসক্তি আছে
رِحْلَةَ
ভ্রমণে
ٱلشِّتَآءِ
শীতের
وَٱلصَّيْفِ
ও গ্রীষ্মের
(অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে)
فَلْيَعْبُدُوا۟
অতএব তারা ইবাদত করুক
رَبَّ
রবের
هَٰذَا
এই
ٱلْبَيْتِ
ঘরের
তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা,
ٱلَّذِىٓ
যিনি
أَطْعَمَهُم
তাদেরকে খাবার দিয়েছেন
مِّن
হতে
جُوعٍ
ক্ষুধা
وَءَامَنَهُم
এবং তাদের নিরাপত্তা দিয়েছেন
مِّنْ
হতে
خَوْفٍۭ
ভয়
যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।
| القرآن الكريم: | قريش |
|---|---|
| আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
| সূরা নাম (latin): | Quraisy |
| সূরা না: | 106 |
| আয়াত: | 4 |
| মোট শব্দ: | 17 |
| মোট অক্ষর: | 73 |
| রুকু সংখ্যা: | 1 |
| অবতীর্ণ: | মক্কা |
| উদ্ঘাটন আদেশ: | 29 |
| শ্লোক থেকে শুরু: | 6193 |