إِذَا
যখন
جَآءَ
আসবে
نَصْرُ
সাহায্য
ٱللَّهِ
আল্লাহর
وَٱلْفَتْحُ
ও বিজয়
যখন আসবে আল্লাহর সাহায্য ও (ইসলামের চূড়ান্ত) বিজয়,
وَرَأَيْتَ
এবং তুমি দেখবে
ٱلنَّاسَ
মানুষকে
يَدْخُلُونَ
প্রবেশ করছে
فِى
মধ্যে
دِينِ
দীনের
ٱللَّهِ
আল্লাহর
أَفْوَاجًا
দলে দলে
আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে,
فَسَبِّحْ
তখন তুমি গুণগান করবে
بِحَمْدِ
প্রশংসার সাথে
رَبِّكَ
তোমার রবের
وَٱسْتَغْفِرْهُۚ
এবং তাঁর (নিকট) ক্ষমা চাও
إِنَّهُۥ
নিশ্চয়ই
كَانَ
হলেন
تَوَّابًۢا
ক্ষমাপরবশ
তখন তুমি (শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে) তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তিনি বড়ই তাওবা কবূলকারী।
القرآن الكريم: | النصر |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | An-Nasr |
সূরা না: | ১১০ |
আয়াত: | ৩ |
মোট শব্দ: | ১৭ |
মোট অক্ষর: | ৭৭ |
রুকু সংখ্যা: | ১ |
অবতীর্ণ: | মদিনা |
উদ্ঘাটন আদেশ: | ১১৪ |
শ্লোক থেকে শুরু: | ৬২১৩ |