Skip to main content
bismillah

أَلَمْ
করি দিই নি?
نَشْرَحْ
আমরা উন্মুক্ত
لَكَ
তোমার জন্যে
صَدْرَكَ
তোমার বক্ষকে

(হে নবী! ওয়াহীর মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে) আমি কি তোমার বক্ষদেশকে প্রসারিত করে দেইনি?

ব্যাখ্যা

وَوَضَعْنَا
এবং আমরা নামিয়েছি
عَنكَ
তোমার থেকে
وِزْرَكَ
তোমার ভার

আর আমি তোমার হতে সরিয়ে দিয়েছি (সমাজের অনাচার, অশ্লীলতা ও পঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে উঠা দুঃখ, বেদনা, উদ্বেগ ও অস্থিরতার) ভার,

ব্যাখ্যা

ٱلَّذِىٓ
যা
أَنقَضَ
ভেঙ্গে দিচ্ছিলো
ظَهْرَكَ
তোমার পিঠ

যা তোমার কোমরকে ভেঙ্গে দিচ্ছিল।

ব্যাখ্যা

وَرَفَعْنَا
ও আমরা সুউচ্চ করেছি
لَكَ
তোমার জন্যে
ذِكْرَكَ
তোমার খ্যাতি/ স্মরণকে

এবং আমি (মু’মিনদের যাবতীয় আবশ্যিক ‘ইবাদাত আযান, ইক্বামাত, নামায, খুৎবাহ ইত্যাদির মাধ্যমে) তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি।

ব্যাখ্যা

فَإِنَّ
অতএব নিশ্চয়ই
مَعَ
সাথে
ٱلْعُسْرِ
কষ্টের
يُسْرًا
স্বস্তি (আছে)

কষ্টের সাথেই স্বস্তি আছে,

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
مَعَ
সাথে
ٱلْعُسْرِ
কষ্টের
يُسْرًا
স্বস্তি (আছে)

নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে।

ব্যাখ্যা

فَإِذَا
অতএব যখনই
فَرَغْتَ
তুমি অবসর হও
فَٱنصَبْ
তুমি তখন ইবাদাত করো

কাজেই তুমি যখনই অবসর পাবে, ‘ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে,

ব্যাখ্যা

وَإِلَىٰ
এবং প্রতি
رَبِّكَ
তোমার রবের
فَٱرْغَب
তখন মনোনিবেশ করো

এবং তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগ দিবে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
ইনশিরাহ
القرآن الكريم:الشرح
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Asy-Syarh
সূরা না:৯৪
আয়াত:
মোট শব্দ:২৭
মোট অক্ষর:১০৩
রুকু সংখ্যা:
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:১২
শ্লোক থেকে শুরু:৬০৯০