About us

This is a Qur'an-based research project.

Our goal is to explore the reality of life and the hereafter from The Great-Book Al-Quran. Quran research is an ongoing process. New data enriches the research. The Qur'an-based analysis of various religious practices has been discussed.

This website is managed by Quran Research Center (QRC). We believe that the great Al-Kitab is the only- the Authentic Material for verifying truth & falsehood, faith-religion-action.

You too can be a partner in this great work.

e-mail: admin@islamofquran.com

re
qrcode_islamofquran.com-w2w
qrcode_islamofquran.com-resource

আমাদের পরিচয়

আমরা কুর'আন-ভিত্তিক গবেষণা কাজ পরিচালনা করি। মহাগ্রন্থ আল-কিতাব (কুর'আন) থেকে জীবন-জগৎ, পরজগতের যথার্থতা অনুসন্ধান করাই আমাদের লক্ষ্য।

এই গবেষণা ও অনুসন্ধানী কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। নিত্য নতুন নানা তথ্য-উপাত্ত যে কোনও গবেষণা-কাজকে সমৃদ্ধ করে। কুর'আন গবেষণাও তার ব্যতিক্রম নয়। প্রাসঙ্গিকভাবেই নানা ধর্মীয় আচার-আচরণের কুর'আন-ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ সামনে চলে এসেছে।

আমরা বিশ্বাস করি- মহাগ্রন্থ আল-কুর'আনই হচ্ছে সত্য-মিথ্যা, বিশ্বাস-ধর্ম-কর্ম যাচাইকারী একমাত্র মানদণ্ড।

কুর'আন গবেষণা সংস্থা বা কিউ'আরসি'র (QRC) অধীনে পরিচালিত মহৎ এই কাজের সঙ্গী হতে পারেন আপনিও।

ইমেইল করুন:
admin@islamofquran.com

লক্ষ্য ও উদ্দেশ্য

১. স্রষ্টা ও তাঁর সৃষ্টির রহস্য জানার চেষ্টা করা,
২. পৃথিবী ও বিশ্বজগত পর্যবেক্ষণ, মানুষ ও তার চরিত্র বিশ্লেষণ,
৩. মানুষের ধর্ম-কর্ম-বিশ্বাসের বাস্তবতা যাচাই করা,
৪. সঠিক গন্তব্য নির্ধারণ ও সেই পথে দৃঢ়ভাবে অগ্রসর হওয়া।