“কুর’আন বোঝা কি সম্ভব? কুর’আন তো আরবি ভাষায় নাযিল হয়েছে! সাধারণ বাংলাভাষীদের পক্ষে কুর’আন বুঝতে হলে আরবি ভাষা, আরবি ব্যকরণ, রীতি-পদ্ধতি আয়ত্ব করতে হবে। তা নাহলে কীভাবে সম্ভব?” এমন-সব কথা বলে যারা মানুষকে নিরুৎসাহিত করে- আমরা তাদের কেউ নই। আমরা বলতে চাই মহাগ্রন্থ আল-কিতাব শত-হাজার বছর আগে বিশ্বের প্রায় সব ভাষাতেই অনুবাদ হয়ে গেছে। আধুনিক সময়ে তথ্য-প্রযুক্তির বিকাশের কারণে কম্পিউটার ও মোবাইলফোনে মহাগ্রন্থের সফটওয়ার ও অ্যাপের ছড়াছড়ি। অসংখ্য স্বেচ্ছাসেবী ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন ভাষার সমন্বয়ে মহাজগতের প্রভুর বাণী আপনার আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এই ওয়েবসাইট সে প্রচেষ্টারই অংশমাত্র।
তাদের সবার পরিশ্রমের কল্যাণে মহাপ্রভুর বার্তা আজ বৈচিত্র্যময় নানা পদ্ধতিতে আমাদের হাতের মুঠোয়।
বাংলাদেশে স্বাধীন হবারও আগে বাংলাভাষায় আল-কুর’আনের অনুবাদ হয়েছে। তারপর থেকে আরও উন্নত, আরও বিশুদ্ধ অনুবাদের লক্ষ্যে নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাহলে মহাপ্রভুর বাণী থেকে আমাদের দূরে থাকার সুযোগ কোথায়?
আর নানারকম আইন-কানুন দেখিয়ে যারা আপনাকে আল-কুর’আন থেকে দূরে সরিয়ে রাখতে চায়- তারা মূলত জিন-শয়তানের ক্রীড়নক হিসেবে কাজ করছে। তাদের থেকে শতহাত দূরে থাকুন। দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন আল-কুর’আন; নিশ্চিত করুন আপনার জন্য প্রস্তুত করে রাখা জান্নাতের ঠিকানা। 
কুর’আন থেকে দূরে থাকা, আর জান্নাতকে দু’হাতে দূরে ঠেলে আগুনে ঝাঁপিয়ে পড়ার মধ্যে কোনও পার্থক্য নেই।
মহাজগতের প্রভু নিশ্চিত করে বলেছেন- এই কিতাবের আয়াতসমূহ বিজ্ঞানময় সুবিন্যস্তবিশদভাবে বর্ণিত, মহাবিজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। {১১:১}। তিনি বলেন, কুর’আনের সংরক্ষণ করা ও পড়িয়ে দেয়ার দায়িত্ব আমাদের……..তারপর তার বিস্তারিত ব্যাখ্যা করে দেয়ার দায়িত্বও আমাদের।{৭৫:১৭-১৯
কুর’আন থেকে দূরে থেকে নিজের ইচ্ছামতো পৃথিবীর জীবন কাটালে তার দুঃখজনক পরিণতিও ভোগ করতে হবে। যারা তাদের দীনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করে রেখেছিল; সুতরাং আজ আমরা তাদের ভুলে যাবো, যেভাবে তারা তাদের এই দিনের সাক্ষাৎ ভুলে থেকেছিল এবং যেভাবে তারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করেছিল।আমরা তাদের এমন একটি কিতাব দিয়েছিলামযা ছিলো পূর্ণ জ্ঞানের বিশদ ব্যাখ্যা এবং হিদায়েত ও রহমত বিশ্বাসীদের জন্যে। {৭:৫০-৫২}

এতসব নির্দেশনা ও আশ্বাসবাণীর পরও আপনার কি কুর’আন থেকে দূরে থাকার সুযোগ আছে?
islamofquran.com ওয়েবসাইটের পাশাপাশি ব্যক্তিগতভাবে কুর’আন অধ্যয়নের নানা রকম সামগ্রীর সমাহার এখানে রয়েছে। অনলাইনে পড়ুন অথবা ডাউনলোড করুন, সংগ্রহে রাখুন। গবেষণা ও অধ্যয়ন-সংক্রান্ত বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন।
প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করে মহাগ্রন্থ আল কুর’আন থেকে সঠিক তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করুন, পরিবার ও সমাজকে সত্য দীনের আলোয় আলোকিত করুন।আপনার এ মহান যাত্রায় QRC পরিবার নিঃস্বার্থ বন্ধু।
সবার জন্য শুভকামনা।

শব্দে শব্দে কুর'আন

সেটিংসে গিয়ে সুবিধামত ভাষা ঠিক করে নিন। শব্দের উচ্চারণ ও অর্থ জেনে নিন।
al-islam.org
masadir.org
quran.com

অনলাইন অধ্যয়ন সামগ্রী

যে বিষয়ে তোমার ঈলম নেই, তার অনুসরণ কোরো না। নিঃসন্দেহে শোনা, দেখা ও অন্তরের সম্পর্কে জিজ্ঞাসা করে হবে। {১৭:৩৬}
corpus.quran.com
studyquran.org

ডাউনলোড উপযোগী সামগ্রী

অভিধান, ব্যাকরণ ও অন্যান্য। ডাউনলোড করুন, সংগ্রহে রাখুন ও ব্যবহার করুন।
ডাউলোড করুন ১
ডাউলোড করুন ২

কুর'আনিক ইনডেক্স

প্রয়োজনীয় শব্দ দিয়ে খুঁজুন এবং একই শব্দের বিভিন্ন রকম ব্যবহার দেখুন,
quranix.org
islamicity.org