ভুলের মাশুল
ঘুম ভেঙে একদিন যদি দেখো দূরে, আসমান চুরমার পর্বতও ওড়ে!
দাউ দাউ অগ্নি জলে জঙ্গলে, উন্মাদ সব্বাই ছোটে দলে দলে!
এই সেই লক্ষণ বলেছিল কেউ! আসিতেছে দুর্দিন বিপদের ঢেউ!
সেই ক্ষণে মহাভয় কম্পিত সুর, জীবনের বাড়াবাড়ি ছুটে যায় দূর!
ভাবতাম হররোজ ভালো কাজ করি, মসজিদে মন্দিরে স্রষ্টাকে স্মরি।
কেন তবে থরথর ত্রাসে কাঁপি আজ? শ্রম বুঝি পণ্ড, বৃথা সব কাজ!
ঘোরতর দুর্দিনে কেউ না-জোটে, ভুলে ভরা স্বপ্নের ফুল না-ফোটে।

ভেবেছিলে একদিন ‘আসিতেছে শুভদিন‘, ঠকিয়াছি তাতে কি! বুঝে নেবো সব ঋণ!
বেঁচে থেকে পাইনি, ‘আখিরাতে’ পাব ঠিক, সেই দিন জয়ী হব, নাম হবে চারদিক!
এ স্বপন মজবুত, ভাঙে কি তা সহজে? “স্বপ্ন কি মিছা হয়? কি যা-তা কহ যে!”

ওরা ছিল খুব খুশি, জীবনটা ওদেরই; গড়েছিল দুনিয়া, সাম্যের নগরী!
জগতের যত সুখ, ন্যায়গত সম্ভোগ; সব ওরা পেয়েছিল, মোর ছিল দুর্ভোগ!
দুনিয়ায় ওরা জয়ী, আজ মোরা হব-যে! একথাই মুদ্রিত, ছাপা কালি-কাগজে!
সে কাগজ নিজ হাতে লিখেছিল মানুষে; আমরাও বিশ্বাস করেছিনু ফানুসে!

জীবনের শত শত দিন-মাস-বছরে, ব্যস্ততা মুখরতা কত কাজ জঠরে!
হয়নি সময় তবু খুঁজে দেখা কিতাবে, ব্যর্থতা রুখে দিয়ে জয়ী হবে কিভাবে?
ফেলে দিয়ে সত্য পথ খুঁজি গল্পে, অন্যায় মেনে নিয়ে খুশি আছি অল্পে।
পথহারা দিকহারা মনগড়া কথা সব; স্বপ্নটা খান খান, আসিয়াছে বাস্তব!
দিনশেষে ব্যর্থতা পরাজয় গ্লানি আর, সম্মুখে কিছু নাই গর্জিছে হাহাকার!
