মুসলমানদের যেভাবে পথভ্রষ্ট করা হয়েছে
১. পথ কি? কোন পথ সঠিক পথ?
– পথ একটাই। তা হলো ‘সিরাতুল মুস্তাকিম’– সরল সঠিক পথ। যা একমাত্র কুর’আন নির্ধারিত পথ। এই কুর’আন আঁকড়ে ধরে থাকলেই সঠিক পথে টিকে থেকে আল্লাহর অনুগ্রহে জান্নাত লাভ করা যাবে।
২. মানবজাতিকে পথভ্রষ্ট করার জন্য কী করা হয়েছে?
– প্রথমেই সিরাতুল মুস্তাকিম বা ‘কুর’আনের রজ্জু’ থেকে মুসলমানদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এতে, মানবজাতির কাছে কুর’আনের বাণী সঠিকভাবে পৌঁছে দিতে পারছে না মুসলিমরা। তারা নিজেরাও গোলকধাঁধার মধ্যে আছে।