মহাগ্রন্থে মহান রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বেশ কিছু কাজ নিষিদ্ধ করেছেন। দেখা যায় তিনি বলেছেন- কিছু কাজ কোরো না, ওটা শয়তানের কাজ, এসব কাজ থেকে বিরত থাক ইত্যাদি।
তিনি সুস্পষ্টভাবে বলেছেন- কোন কাজগুলো করলে অথবা কোন নিষেধাজ্ঞা অমান্য করলে মানুষ জাহান্নামে শাস্তি ভোগ করবে।
যারা জাহান্নামি- কোন ধরনের অপকর্মের কারণে তারা শাস্তি ভোগ করবে- তার আগাম তথ্যও তিনি জানিয়ে দিয়েছেন।
তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন- সিরাতুল মুস্তাকিমের সীমারেখা; যার অমান্য করলেই মানুষ ছিটকে পড়বে তাঁর নির্ধারিত সিরাত বা পথ থেকে।
তিনি বলেছেন- কোনটি কবিরা গুনাহ (বড় গুনাহ); এবং কোন ধরনের অন্যায় তিনি কখনোই ক্ষমা করেন না বা করবেন না।
তিনি সুস্পষ্টভাবে বলেছেন- কোনগুলো হারাম কাজ বা চূড়ান্ত নিষিদ্ধ কাজ।
এখানে রব্বুল আলামিনের ঘোষিত ১৫টি হারাম কাজ তুলে ধরা হলো। এই ১৫টি হারাম (নিষিদ্ধ) কাজ বিশ্লেষণ করলে তার অধীনে আরও নিষিদ্ধ বিষয় পাওয়া যাবে। তবে আমরা আল-কিতাবে উল্লেখিত প্রধান হারাম কাজের তালিকা তুলে ধরলাম। সংশ্লিষ্ট আয়াতের অনুবাদ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদ উল্লেখ করা হলো।