হারাম বা নিষিদ্ধ কাজ কী কী

হারাম বা নিষিদ্ধ কাজ কী কী

মহাগ্রন্থে মহান রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বেশ কিছু কাজ নিষিদ্ধ করেছেন। দেখা যায় তিনি বলেছেন- কিছু কাজ কোরো না, ওটা শয়তানের কাজ, এসব কাজ থেকে বিরত থাক ইত্যাদি।
তিনি সুস্পষ্টভাবে বলেছেন- কোন কাজগুলো করলে অথবা কোন নিষেধাজ্ঞা অমান্য করলে মানুষ জাহান্নামে শাস্তি ভোগ করবে।
যারা জাহান্নামি- কোন ধরনের অপকর্মের কারণে তারা শাস্তি ভোগ করবে- তার আগাম তথ্যও তিনি জানিয়ে দিয়েছেন।
তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন- সিরাতুল মুস্তাকিমের সীমারেখা; যার অমান্য করলেই মানুষ ছিটকে পড়বে তাঁর নির্ধারিত সিরাত বা পথ থেকে।
তিনি বলেছেন- কোনটি কবিরা গুনাহ (বড় গুনাহ); এবং কোন ধরনের অন্যায় তিনি কখনোই ক্ষমা করেন না বা করবেন না।
তিনি সুস্পষ্টভাবে বলেছেন- কোনগুলো হারাম কাজ বা চূড়ান্ত নিষিদ্ধ কাজ।
এখানে রব্বুল আলামিনের ঘোষিত ১৫টি হারাম কাজ তুলে ধরা হলো। এই ১৫টি হারাম (নিষিদ্ধ) কাজ বিশ্লেষণ করলে তার অধীনে আরও নিষিদ্ধ বিষয় পাওয়া যাবে। তবে আমরা আল-কিতাবে উল্লেখিত প্রধান হারাম কাজের তালিকা তুলে ধরলাম। সংশ্লিষ্ট আয়াতের অনুবাদ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদ উল্লেখ করা হলো।

১. রিবা বা অতিরিক্ত গ্রহণ করা হারাম। {২:২৭৫}
২. মা, কন্যা, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধ-মা, দুধ-বোন ও শাশুড়িকে বিয়ে করা হারাম। শারীরিক সম্পর্ক স্থাপিত হওয়া স্ত্রীর আগের স্বামীর ঔরসজাত কন্যাকে বিয়ে করা হারাম। ঔরসজাত পুত্রের স্ত্রীকে বিয়ে করা হারাম। দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হারাম {৪:২৩}
৩. জুয়া খেলায় তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয় করা হারাম। {৫:৩}
৪. শূকরের মাংস খাওয়া হারাম। যে কোনও প্রাণীর রক্ত খাওয়া হারাম। আল্লাহ ছাড়া অন্য কারও নাম নেওয়া খাবার হারাম। পাশাপাশি, আস্তানা বা বেদিতে হত্যা করা প্রাণী খাওয়া হারাম। {৫:৩}
৫. আল্লাহর সঙ্গে কোনও কিছু শরিক করা হারাম। {৬:১৫১, ৭:৩৩}
৬. পিতা-মাতার সঙ্গে ইহসান করতে হবে- এই নির্দেশ অমান্য করা নিষিদ্ধ। {৬:১৫১}
৭. দারিদ্রের কারণে সন্তান-সন্ততি হত্যা করা হারাম। {৬:১৫১}
৮. প্রকাশ্যে বা গোপনে ফাওয়াহিশায় জড়িত হওয়া হারাম। {৬:১৫১, ৭:৩৩}
৯. ন্যায়সঙ্গত পন্থা ছাড়া মানুষ হত্যা করা হারাম। {৬:১৫২}
১০. এতিমদের সম্পদ আত্মসাৎ করা হারাম। {৬:১৫২}
১১. ওজন কম-বেশি করে ঠকানো হারাম। {৬:১৫২}
১২. অন্যায় ও অন্যায্য কথা বলা নিষিদ্ধ (হারাম)। {৬:১৫২}
১৩. জেনে-শুনে অন্যায় বা পাপ কাজ (ইথম- وَٱلۡإِثۡمَ ) করা হারাম। {৭:৩৩}
১৪. অন্যায়-অত্যাচার করা হারাম وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ /oppression without right/ undue aggression {৭:৩৩}
১৫. আল্লাহর নামে কোনও কিছু আরোপ করা হারাম। {৭:৩৩}

সংশ্লিষ্ট আয়াত-

২:২৭৫ যারা রিবা (অতিরিক্ত) গ্রহণ করে, তারা সেই মানুষের মত দাঁড়াবে যে শয়তানের গভীর স্পর্শে বিভ্রান্ত হয়েছে, এজন্য যে তারা বলে- ব্যবসা-বাণিজ্য রিবার (অতিরিক্ত নেওয়ার) মতই’; অথচ আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন এবং তিনি রিবাকে হারাম করেছেন; সুতরাং যার নিকট তার রবের পক্ষ হতে উপদেশবাণী পৌঁছাল এবং সে বিরত হল; তবে- পূর্বে যা হয়েছে, তা আল্লাহর উপর; আর যারা তা পুণরায় করবে তারাই আগুনের অধিবাসী, তারা তাতে চিরকাল থাকবে।

৫:৩ তোমাদের ওপর নিষিদ্ধ করা হয়েছে (حُرِّمَتْ) মৃত, রক্ত, শূকরের গোশত (لَحْمُ الْخِنْزِيْرِ), আর যাতে আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে তা; আর শ্বাসরুদ্ধ, আঘাতপ্রাপ্ত, আছড়ে পড়া, শিঙের আঘাতপ্রাপ্ত এবং যাকে হিংস্র পশু খেয়েছে- শুধুমাত্র যা তোমারা পবিত্র করতে পারো; পাশাপাশি যা বেদীতে উৎসর্গীকৃত আর, জুয়ার তীর দিয়ে যে ভাগ্য নির্ধারণ করো– এসব অসৎকাজ (فِسْقٌۗ)। আজ তোমাদের দীনের মধ্যে যারা অবিশ্বাস করেছে- হতাশ হয়েছে; অতএব তোমরা তাদেরকে ভয় ক’রো না, বরং ভয় করো আমাকে; আজ আমি পূর্ণ করলাম তোমাদের জন্য তোমাদের আইনকানুন-নিয়মনীতি (دِينً), অতঃপর যে বাধ্য হয় ক্ষুধার কারণে- স্বেচ্ছা-পাপের প্রতি ঝোঁকে নয়, তবে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল দয়াময়।

৬:১৫১ হে নবী! বলো– এসো, তোমাদের রব তোমাদের জন্যে যা হারাম (নির্ধারণ) করেছেন তা তিলাওয়াত করে শোনাই; তা হলো- তাঁর সঙ্গে কোনও কিছুই শরিক করো না; পিতা-মাতার প্রতি ইহসান করো, দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আমরাই তাদের ও তোমাদেরও রিযিক দেই, প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার কাছেও যেয়ো না; কোনও নফসকে হত্যা করো না- যা আল্লাহ হারাম করেছেন, তবে যা যথার্থ তা ছাড়া; আল্লাহ তোমাদের এসব নির্দেশ দিচ্ছেন- যাতে তোমরা যৌক্তিক চিন্তা করো। 

৬:১৫২ এতিমদের সম্পদের কাছেও যেয়ো না, তবে বয়োপ্রাপ্ত হওয়ার আগে উত্তম পন্থায় ব্যবস্থাপনা করো; পরিমাণ ও ওজনে ন্যায্যভাবে পূর্ণ করে দাও; আমরা কোনও নফসের ওপর তার সাধ্যাতীত বোঝা দেই না; তোমরা যখন কথা বলো- ন্যায্য বলো, এমনকি সে নিকটজন হলেও; আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করো; এর মাধ্যমে আল্লাহ নির্দেশ দিচ্ছেন- যাতে তোমরা স্মরণ করো।

৭:৩৩ ঘোষণা করো- আমার রব প্রকৃতপক্ষে নিষিদ্ধ করেছেন (حَرَّمَ) অনৈতিক কাজ (ٱلْفَوَٰحِشَ) তার মধ্যে যা প্রকাশ হয় আর যে পাপ গোপনে হয় এবং অসঙ্গত বিদ্রোহ; যা দিয়ে আল্লাহর সঙ্গে শিরক করো- যে বিষয়ে তিনি কোনো প্রমাণ পাঠান নি; আর যা তোমরা আল্লাহর সম্পর্কে বলো না জেনেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *