কবিতা
ভুলের মাশুল ঘুম ভেঙে একদিন যদি দেখো দূরে, আসমান চুরমার পর্বতও ওড়ে! দাউ দাউ অগ্নি জলে জঙ্গলে, উন্মাদ সব্বাই ছোটে দলে দলে! এই সেই লক্ষণ বলেছিল কেউ! আসিতেছে দুর্দিন বিপদের ঢেউ! সেই ক্ষণে মহাভয় কম্পিত সুর, জীবনের বাড়াবাড়ি ছুটে যায় দূর! ভাবতাম হররোজ ভালো কাজ করি, মসজিদে মন্দিরে স্রষ্টাকে স্মরি। কেন তবে থরথর ত্রাসে কাঁপি আজ? শ্রম বুঝি পণ্ড, বৃথা সব কাজ! ঘোরতর দুর্দিনে কেউ না-জোটে, ভুলে ভরা স্বপ্নের ফুল না-ফোটে। ভেবেছিলে একদিন ‘আসিতেছে […]